শিরোনাম
আমেরিকান রাষ্ট্রদূত ড্যান ডব্লিও মোজেনার এশিয়ার ১ম মহিলা কবি চন্দ্রাবতীর নিদর্শন পরিদর্শন ব্যর্থ ..........
বিস্তারিত
কিশোরগঞ্জ সদর উপজেলা হতে প্রায় ১০ কি.মি. দূরে মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে চন্দ্রাবতীর বাড়ী অবস্থিত । চন্দ্রাবতীর বাড়ী ২৬-০৫-২০১৪ ইং তারিখে পরিদর্শন করতে চেয়েছিলেন আমেরিকান রাষ্ট্রদূত ড্যান ডব্লিও মোজেনা। কিন্তু তার সেই সৌভাগ্য হয়ে উঠল না কারন তার গাড়ী চন্দ্রাবতীর বাড়ীর কাঁচা সরু রাস্তায় ঢুকতে পারেনি। ভাল যোগাযোগ ব্যবস্থা না থাকার কারনে আমেরিকান রাষ্ট্রদূত ড্যান ডব্লিও মোজেনার এশিয়ার ১ম মহিলা কবি চন্দ্রাবতীর নিদর্শন পরিদর্শন হল না। পরিদর্শনের আগের দিন মোজেনার পিএস পরিদর্শন করতে এলে তার গাড়ী চন্দ্রাবতীর বাড়ীর রাস্তায় আটকে যায় । এটি আমাদের জন্য লজ্জা । তাই পরবর্তিতে যেন আবার লজ্জায় পড়তে না হয় এবং আমাদের ঐতিহ্যকে দরে রাখতে মাইজখাপন ইউনিয়নের প্রত্যেক টি রাস্তা সংস্কার করা জরুরী ভিত্তিতে প্রয়োজন।