Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

*যোগাযোগ ব্যবস্থাঃ

মাইজখাপন ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা

ইউনিয়নের আয়তনঃ- ৭.৫০ বর্গ কিঃমিঃ।  

কিশোরগঞ্জ সদর থেকে ইউনিয়নের যোগাযোগ:

জেলা সদর হইতে ইউনিয়ন এর দূরত্বঃ ১০.০০ কিঃমিঃ। জেলা সদরের ঐতিহ্যবাহী শহিদী মসজিদ মোড় থেকে মাইজখাপন ইউনিয়নে সিএনজি, অটোরিকসা, রিকসা, মোটর সাইকেল যোগে খুব সহজেই যাতায়াত করা যায়। কিশোরগঞ্জ সদর থেকে  মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ বাজারের  সিএনজি, অটোরিকসা, রিকসা ভাড়া ২০ থেকে ২৫ টাকা।

ইউনিয়নের অভ্যন্তরের যোগাযোগ:

মাইজখাপন ইউনিয়ন এর যোগাযোগ ব্যবস্থ্যা অত্যন্ত চমৎকার । মাইজখাপন ইউনিয়নের প্রত্যেক গ্রামের বেশির ভাগ রাস্তায় পাকা। ফলে বর্ষা কালেও এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াতে কোন প্রকার সমস্যার সম্মুখিন হতে হয়না। এই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার মধ্যে সড়ক পথ, নৌ-পথ এবং রেলপথ বিদ্যমান। মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ বাজারটি  দুটি নদীর মোহনায় অবস্থিত।  আমাদের ইউনিয়নে নৌকা যোগে বিভিন্ন স্থানে যাওয়া যায়। এই ইউনিয়নের মধ্য দিয়ে রেল পথ আছে এবং বড়খাপন গ্রামে রেল ষ্টেশন বিদ্যমান। ফলে খুব সহজেই রেলপথে যাতায়াত করা যায় দেশের বিভিন্ন জায়গায়।