১। ইউনিয়নের আয়তনঃ- ৭.৫০ বর্গ কিঃমিঃ।
২। লোকসংখ্যাঃ- পুরুষঃ- ১৫,৫০৫ জন, মহিলাঃ- ১৬,৪১০, জন
সর্বমোটঃ- ৩১,৯১৫, জন জন্ম নিবন্ধন রেজিষ্ট্রার অনুযায়ী।
৩। খানার সংখ্যাঃ- ৬,৪৭৬ টি ।
৪। মৌজার সংখ্যা ও নামঃ- ৬টি,
১. কালাইহাটি, ২. মহিষাকান্দি, ৩. বেত্রাটি, ৪. মাইজখাপন,
৫. পাচঁধা, ৬. বড়খাপন।
৫। ইউনিয়নের মোট গ্রামের সংখ্যা ও নামঃ- ১৭টি,
১. কালাইহাটি, ২. মহিষাকান্দি, ৩. পটুয়াকান্দি, ৪. বাজারীপাড়া,
৫. বেপারীপাড়া, ৬. বেত্রাটি, ৭. চৌধুরীহাটি, ৮. ইসলামপুর,
৯. মজুমদারপাড়া, ১০. ভাষানিয়াপাড়া, ১১. কাচারীপাড়া,
১২. হাজিরগল, ১৩. সুন্দিরবন, ১৪. বাখরনগর, ১৫. পাঁচধা,
১৬. বড়খাপন, ১৭. বাদে মাইজখাপন।
৬। ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানঃ-
কলেজঃ- ১টি
রফিকুল ইসলাম কলেজ, নীলগঞ্জ, কিশোরগঞ্জ।
উচ্চ বিদ্যালয়ঃ- ২টি
১. হাজী মোমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, ২. রেজিয়া সামাদ উচ্চ বিদ্যালয়
*সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ- ৮টি
১. কালাইহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,
২. নীলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়,
৩. বেত্রাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,
৪. চৌধুরীহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,
৫. পাতুয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়,
৬. চন্দ্রাবতী সরকারী প্রাথমিক বিদ্যালয়,
৭. বড়খাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়,
৮. পাঁচধা সরকারী প্রাথমিক বিদ্যালয়,
*বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ২টি
১. কাচারীপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,
২. সুন্দিরবন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,
*দাখিল মাদ্রাসাঃ ১টি
কালাইহাটি দাখিল মাদ্রাসা
*হাফিজিয়া মাদ্রাসাঃ ১টি
পাঁচধা হাফিজিয়া মাদ্রাসা,
*ফুরকানিয়া মাদ্রাসাঃ ১৮টি
*মসজিদের সংখ্যাঃ ৪১টি
*মন্দিরঃ ১টি
* স্মৃতি সৌধঃ ১টি, উপমহাদেশের প্রথম মহিলা কবি, চন্দ্রাবতী।
৭। নদীঃ ২টি, ১. নরসুন্ধা, ২. ধলেশ্বরী।
৮। রেল ষ্টেশনঃ ১টি, নীলগঞ্জ রেলষ্টেশন।
৯। খালঃ ৪টি, ১. কালিয়াকুড়ি, ২. চন্দ্রীখাল, ৩. ফুলবাড়ীয়াখাল, ৪.লাউয়াখালী।
১০। জমির পরিমানঃ-
আবাদী- ১৪২০ হেক্টর,
অনাবাদী- ৩৫৩ হেক্টর,
মোট- ১৭৭৬ হেক্টর।
১১। গভীর নলকুপঃ ১১টি
চালু- ৯টি,
বন্ধ- ২টি,
১২। জেলা সদর হইতে ইউনিয়ন পরিষদের দূরত্বঃ ১০.০০ কিঃমিঃ
১৩। রাস্তাঃ ৪২.৫০ কিঃমিঃ
১. পাকা রাস্তার পরিমানঃ ১২.৫০ কিঃমিঃ
২. কাঁচা রাস্তার পরিমানঃ ৩০.০০ কিঃমিঃ
১৪। হাট বাজারঃ ৪টি,
১. নীলগঞ্জ পুরাতন বাজার, ২. নীলগঞ্জ সমবায় বিপনী কেন্দ্র বাজার,
৩. মিলনগঞ্জ বাজার, ৪. চেয়ারম্যান বাজার
১৫। তহসিল অফিসঃ ১টি, (কাচারীপাড়া)
১৬। ডাকঘরঃ ১টি, (বাজারীপাড়া)
১৭। ব্যাংক সমূহঃ ৫টি, ১. রূপালী ব্যাংক লিঃ, ২. গ্রামীণ ব্যাংক। ৩. ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং, ৪. ইসলামী এজেন্ট ব্যাংকিং, ৫. অগ্রণী এজেন্ট ব্যাংকিং
১৮। ভোটর সংখ্যাঃ
পুরুষঃ ৭,০৪২ জন
মহিলাঃ ৭,৪৬৫ জন
মোটঃ ১৪৮৬৭ জন
১৯। এনজিও অফিসঃ ৪টি,
১. ব্র্যাক, ২. আশা, ৩. দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (বি,এস,কে), ৪. নউক
২০। মোবাইল ফোন টাওয়ারঃ ৪টি
১. গ্রামীণ, ২. বাংলালিংক, ৩. একটেল, ৪. ওয়ারিদ
২১। মুক্তি যোদ্ধার সংখ্যাঃ ১৭ জন
* শহীদ মুক্তি যোদ্ধা ২জন-
১. জহিরুল ইসলাম ভুইয়া, পিতা- মৃত আঃ খালেক ভুইয়া, গ্রামঃ কালাইহাটি,
২. তাহের উদ্দিন ভুইয়া, পিতা- মৃত আফছর উদ্দিন ভুইয়া, গ্রামঃ বেত্রাটি।
* মুক্তি যোদ্ধা ১৫ জন
১. মোঃ সিরাজুল ইসলাম, পিতা মৃত- আঃ ছামাদ, গ্রামঃ হাজিরগল
২. এফ এম আবুল হোসেন, পিতা মৃত আঃ রাজ্জাক বেপারী, গ্রামঃ বড়খাপন
৩. মোঃ হাশেম, পিতা মৃত- আঃ মজিদ, গ্রামঃ বেত্রাটি
৪. রঞ্জন কুমার মজুমদার, পিতা মৃত-অবিনাশ চন্দ্র মজুমদার,গ্রামঃ পাতুয়াইর
৫. মোঃ হাফিজ উদ্দিন, পিতামৃত- আবুল হোসেন, গ্রামঃ কালাই হাটি
৬. আঃ কদ্দুছ মীর, পিতা মৃত- আঃ গণি, গ্রামঃ বেত্রাটী (মীরপাড়া)
৭. মোঃ ছফির উদ্দিন, পিতা মৃত- মফিজ উদ্দিন, গ্রামঃ বেত্রাটি
৮. আঃ আলী, পিতা মৃত- সফর আলী, গ্রামঃ কালাইহাটি
৯. মোঃ তারা মিয়া, পিতা মৃত- সুলতান মিয়া, গ্রামঃ হাজিরগল
১০. মৃত মেজর ইদ্রিস (সেনা) পিতা মৃত- মিয়া হোসেন, গ্রামঃ বড়খাপন
১১. আঃ রাজ্জাক (ইপিআর) পিতা মৃত- তালে হোসেন, গ্রামঃ বেত্রাটি
১২. সিরাজুল ইসলাম (সেনা) পিতা মৃত- আঃ ছোবান, গ্রামঃ বেত্রাটি
১৩. আঃ জব্বার (সেনা) পিতা মৃত- আঃ রাজ্জাক, গ্রামঃ বড়খাপন
১৪. মোঃ মতিউর রহমান, পিতা মৃত- লাল মিয়া, গ্রামঃ মহিষাকান্দি
১৫. মোঃ বোরহান উদ্দিন, পিতা মৃত- মাইন উদ্দিন, গ্রামঃ কাচারীপাড়া
২২। গুচ্ছ গ্রামঃ ১টি, ( কাচারীপাড়ায় অবস্থিত)
২৩। দর্শনীয় স্থানঃ (পর্যটন নগর)
উপমহাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর স্মৃতি সৌধ,
(কাচারীপাড়া অবস্থিত)
২৪। ইউনিয়ন পরিষদের অবস্থানঃ ১৯৬৪ সনে স্থাপিত, ইউনিয়ন পরিষদের নিজস্ব কোন ভূমি বা অফিস নাই। ইউনিয়ন
পরিষদের কার্যক্রম কৃষি বিভাগের সি ষ্টোরে অস্থায়ী ভাবে চলিতেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস