Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ধানের বয়লার
বিস্তারিত

 মাইজখাপন ইউনিয়নের ধানের বয়লার  বিস্তারিত.

ধানের বয়লার লোক মুথে এই ব্যবসার নাম কুটির ব্যবসা । মাইজখাপন ইউনিয়নে অনেক বয়লার আছে। এসব বয়লারে এই এলাকার মানুষ ছাড়াও বিভিন্ন এলাকার মানুষ এসে কাজ করে। বয়লার হওয়াতে অনেক বেকার, দরিদ্র মানুষ কর্ম সংস্থানের সুযোগ পেয়েছে। ফলে কিছুটা বেকারত্ব দূর হয়েছে আর অতিদরিদ্র মানুষও অর্থ উর্পাজনের উৎস পেয়েছে। এখানে ধান সিদ্ধ করে রোদে শুকিয়ে ধান থেকে চাউল বের করে বাজারে বিক্রি করে বয়লার মালিকরা। আর সেই চাউল বিভিন্ন জেলাতে বাজার জাত করে। বয়লারের শ্রমিকরা অতি যত্নের সাথে চাউল উৎপাদন করে থাকে। ফলে চাউলের কোয়ালিটি অনেক ভাল হয়। সেই চাউল  বিভিন্ন জেলার মানুষ সাদরে গ্রহন করে । এসব বয়লারে আনুমানিক ৩০০ - ৪০০ শ্রমিক কাজ করে।