ভাষা ও সংস্কৃতিঃ
ভাষাঃ প্রমিত ভাষা রীতির বাইরে অঞ্চলভেদে প্রত্যেক দেশেই একটি নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে। এই ইউনিয়নের মানুষ সাধু ভাষায় কথা বলে না । কিন্তু এখন শিক্ষার প্রসারের ফলে আঞ্চলিকথা কে দূরে রেখে শুদ্ধ বলার চেষ্টা করে। কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা রেশ থেকেই যায়। আমাদের আঞ্চলিক ভাষায় কোন ব্যাকরন মেনে চলে না। কথা বলার সময় অতিত, বর্তমান,ভবিষৎ সব এক সাথে মিশিয়ে বলে। তবুও আমরা বুঝতে পারি কখন কি বুঝাতে চাচ্ছে।
অনেক সময় মানুষেরা অতীতকালের শব্দ বর্তমান কালের বাক্যে ব্যবহার করে থাকে। যেমন-খাইতামনা, যাইতামনা, ধরতামনা, করতামনা ইত্যাদি।
সংস্কৃতিঃ এ ইউনিয়নের মাটির পরতে পরতে লুকিয়ে আছে লোক সংস্কৃতি। এখানে লৌকিক ও নাগরিক দু'টি সংস্কৃতির অস্তিত্বই রয়ে গেছে আবহমানকাল থেকে। এখানে মঞ্চ নাটক, যাত্রা, পালা গান ও বাউল গানের ছড়াছড়ি। এছাড়াও হাডুডু, কানামাছি ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS